যুক্তরাষ্ট্রে ইলহান ওমরের ওপর আকস্মিক হামলা!
ছবি: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর আকস্মিক এক হামলার শিকার হয়েছেন। মিনিয়াপলিসের উত্তরাংশে টাউন হল সভার মঞ্চে ঘটে সেই চাঞ্চল্যকর ঘটনা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চলমান সভায় সামনের সারি থেকে হঠাৎ উঠে দাঁড়ান এক ব্যক্তি। মুহূর্তেই সে সিরিঞ্জের মাধ্যমে ইলহান ওমরের দিকে ছিটিয়ে দেন অজ্ঞাত এক তরল পদার্থ। তীব্র গন্ধযুক্ত বাদামী রঙের ওই তরল স্প্রে করতেই সভাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ওয়াশিংটন পোস্টের বরাতে জানা গেছে, হামলার সময় ইলহান ওমর ‘আইসিই’ বিলোপ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবিতে বক্তব্য দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
তবে হামলার মধ্যেও ভেঙে পড়েননি ইলহান ওমর। তেড়ে যান হামলাকারীর দিকে। সাথে সাথেই নিরাপত্তাকর্মীরা দ্রুত হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে তৃতীয় মাত্রার লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার করে কাউন্টি জেলে পাঠায়।
ঘটনার পর সভায় সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলেও কিছুক্ষণ পর আবারও পোডিয়ামে ফিরে এসে সমর্থকদের উদ্দেশে ইলহান বলেন, ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে তার কণ্ঠ রোধ করা যাবে না। মিনেসোটার মানুষ যে কোনো হুমকির মুখে ঐক্যবদ্ধ ও শক্তিশালী—সে বার্তাই দেন তিনি।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: সিএনএন
বিভি/এমআর



মন্তব্য করুন: