• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, ইন্দোনেশিয়ায় যুগলকে বেত্রাঘাতে অজ্ঞান তরুণী

প্রকাশিত: ১২:০১, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০১, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, ইন্দোনেশিয়ায় যুগলকে বেত্রাঘাতে অজ্ঞান তরুণী

মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক যুগলকে জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত করা হয়েছে। টানা বেত্রাঘাত সহ্য করতে না পেরে একপর্যায়ে ওই যুগলের ২১ বছর বয়সী তরুণী অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে একসঙ্গে কাউকে এত সংখ্যক বেত্রাঘাত করার নজির নেই।

বিশ্বের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় মোট ৩৮টি প্রদেশ রয়েছে। এর মধ্যে একমাত্র আচেহ প্রদেশেই সাধারণ আইনের পাশাপাশি কঠোর শরিয়া আইন ও শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা কার্যকর রয়েছে। এই আইনে মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

যেহেতু ওই যুগলের বিরুদ্ধে উভয় অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই দুই অপরাধের শাস্তিই কার্যকর করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনের বিরুদ্ধে বেত্রাঘাতের দণ্ড কার্যকর করা হয়। শরিয়া আদালতের রায় অনুযায়ী জনসমক্ষে একটি মঞ্চে তিনজন নারী পুলিশ সদস্য ওই তরুণীকে বেত্রাঘাত করেন। একের পর এক আঘাতে প্রথমে তিনি কান্নায় ভেঙে পড়েন, পরে অজ্ঞান হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, আচেহ প্রদেশে এর আগেও বেত্রাঘাতের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার একাধিক ঘটনা ঘটেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: