• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কানাডা`র পার্লামেন্ট নির্বাচনে আবার জিতলো ট্রুডো`র দল

প্রকাশিত: ১৬:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
কানাডা`র পার্লামেন্ট নির্বাচনে আবার জিতলো ট্রুডো`র দল

কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না তাঁরা।

নির্ধারিত সময়ের দুই বছর আগেই আগাম নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো। এজন্য তার দারকার ছিলো ১৭০টি আসন। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে লিবারেল পার্টি জয় পেয়েছে ১৫৬টি আসনে।

১২২টি আসনে জয় পেতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। ফলে প্রধান বিরোধী দল হিসেবে তারাই থেকে যাচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে জাস্টিন ট্রুডো বলেন, ‘এখনও ভোট গণনা বাকি। কিন্তু আজ রাতে আমরা দেখতে পেয়েছি লাখ লাখ কানাডিয়ান একটি প্রগতিশীল পরিকল্পনা বেছে নিয়েছেন। আপনারা একটি সরকার নির্বাচিত করেছেন যারা আপনাদের জন্য লড়াই করবে এবং আপনাদের সেবা দেবে।

কানাডায় চলছে করোনা মহামারির চতুর্থ ঢেউ। দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই নির্বাচনে প্রায় ৬০ কোটি কানাডীয় ডলার খরচ হয়েছে। সমালোচকরা বলছেন, এই নির্বাচন কেবল সময়ের অপচয়।

বিভি/এমএস

মন্তব্য করুন: