• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হেলমান্দে দাড়ি কামালে কঠোর শাস্তির ঘোষণা তালেবানের

প্রকাশিত: ১৬:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
হেলমান্দে দাড়ি কামালে কঠোর শাস্তির ঘোষণা তালেবানের

ছবি- সংগৃহীত।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি কামানো অথবা ছাঁটার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। দাড়ি কামানো অথবা ছোট করে রাখা ইসলামি আইন লঙ্ঘন উল্লেখ করে নরসুন্দরদের এ থেকে বিরত থাকারা নির্দেশ দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, নরসুন্দরদের দেওয়া আনুষ্ঠানিক নোটিশ বলা হয়েছে, চুল ও দাড়ির ক্ষেত্রে ইসলামি আইন অবশ্যই অনুসরণ করতে হবে। এই ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করার অধিকার কারো নেই।

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের কঠোর সাজা দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে তালেবান।

কাবুলের একজন নরসুন্দরের বরাতে বিবিসি জানিয়েছে, তালেবান যোদ্ধারা প্রতিনিয়ত তাদের কাছে আসছেন এবং সতর্ক করে যাচ্ছেন যে, যারা আদেশ অমান্য করছে তাদের ধরার জন্য পুলিশ পাঠানো হবে।

কাবুলের সবচেয়ে বড় হেয়ার-ড্রেসিং দোকানের মালিক জানিয়েছেন, তিনি একটি ফোন কল পেয়েছেন। নিজেকে সরকারি কর্মকর্তা বলে পরিচয় দিয়ে তাকে একজন হুমকি দিয়েছেন 'মার্কিন স্টাইল' অনুসরণ না করার জন্য।

১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত সময়কালে তালেবান শাসনামলে জমকালো চুল না রেখে বরং পুরুষদের দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিলো।

মন্তব্য করুন: