• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো জিন্নাহ`র ভাস্কর্য

প্রকাশিত: ১৮:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো জিন্নাহ`র ভাস্কর্য

পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ'র একটি ভাস্কর্য বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গদারে এই ঘটনা ঘটেছে।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন ফ্রন্ট এই ঘটনার দায় স্বীকার করেছে। সশস্ত্র সংগঠনটি পাকিস্তান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত।

ডন জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে মেরিন ড্রাইভে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এলাকাটিকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। গেরিলারা ভাস্কর্যটির তলদেশে বিস্ফোরক স্থাপন করে তাতে বিস্ফোরণ ঘটায় এবং ভাস্কর্যটি উড়িয়ে দেয়।

একজন সরকারি কর্মকর্তা ডানকে জানিয়েছে, বিস্ফোরণে ভাস্কর্যটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের ধরণ সম্পর্কে তারা এখনো জানতে পারেননি। বিষয়টি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তদন্ত করছেন বলে জানান তিনি।

বিভি/এমএস

মন্তব্য করুন: