• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৪, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১১:২৭, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

ফাইল ছবি

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি। (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। ফলে তাঁদের মৃত্যু হয়।

এতে বলা হয়েছে, ভুক্তভোগীরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এই অ্যালকোহল আনেন। ওই দলের দু’জনকে আটক করা হয়েছে।

এর আগে এক তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন: