• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতে ভোটারদের আকৃষ্ট করতে বিনামূল্যে মদ!

প্রকাশিত: ০৮:১৭, ২৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ভারতে ভোটারদের আকৃষ্ট করতে বিনামূল্যে মদ!

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। মোট সাত ধাপে ৪১ দিনব্যাপী ভোট নেওয়া হবে। ইতিমধ্যে প্রথম ধাপের ভোট সম্পন্ন হয়েছে। এখন অন্যান্য অঞ্চলগুলোতে চলছে ভোটের প্রস্তুতি। 

ভারতে ভোটাভুটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেলও এর ব্যতিক্রম চিত্র দেখা যায় কর্ণটকের বেঙ্গালুরুতে। সেখানে ভোটাররা ভোট দিতে তেমন একটা আসেন না। তবে ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেজন্য সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ডেক অব ব্রিয়ুস নামের একটি জনপ্রিয় মদের দোকান ঘোষণা দিয়েছে, ভোট দিয়ে এসে যে প্রথম ৫০ জন কাস্টমার তাদের দোকানে আসবেন তাদের বিনামূল্যে মদ দেওয়া হবে।

এছাড়া ভোটারদের ডিসকাউন্ট মূল্যে খাবার দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিসি রাও সংবাদমাধ্যম বেঙ্গালুরু মিররকে বলেছেন, “ভিন্ন ভিন্ন হোটেল ও রেস্তোরাঁ ভিন্ন সেবা দেবে। কিছু জায়গায় বিনামূল্যে কফি দেওয়া হবে, কোথাও দোসা দেওয়া হবে। কিছু হোটেল-রেস্তোরাঁ ডিসকাউন্ট মূল্যে খাবার সরবরাহ করবে।”

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের উৎসাহ দিতে হোটেল মালিক, টেক্সি ড্রাইভার এবং হাসপাতালসহ বেশ কিছু প্রতিষ্ঠান বিভিন্ন অফারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে মদ, ক্যাব রাইড এবং স্বাস্থ্য পরীক্ষা উল্লেখযোগ্য।

কিছু কিছু খাবারের আউটলেটে এই অফার গ্রহণ করার শর্ত হিসেবে ভোটপ্রদানের চিহ্ন দেখাতে বলা হয়েছে। আউটলেট থেকে জানানো হয়, ‘ভোটপ্রদানের প্রমাণ হিসেবে আঙ্গুলে কালির কালার দেখাতে হবে। তবেই ভোটার আমাদের অফার গ্রহণ করতে পারবেন।’
 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: