• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শ্রমিক-পর্যটকরা যেতে পারবেন মালয়েশিয়া

প্রকাশিত: ১০:২৯, ২৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
শ্রমিক-পর্যটকরা যেতে পারবেন মালয়েশিয়া

ফাইল ছবি

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া।

দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এমনটিই জানিয়েছেন।

করোনা’র কারণে দেশটির সব দর্শনীয় স্থান এতোদিন বন্ধ ছিল। দেশটির প্রধানমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে জানান, খুব শিগগিরিই বিদেশি শ্রমিকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হবে।

জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে মালয়েশিয়া সরকার নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ল্যাংকাউই দ্বীপে যাওয়ার অনুমতি দেবে। এক্ষেত্রে পর্যটকদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীকে টিকার সনদ দেখাতে হবে। একইসংগে ৮০ হাজার ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2