• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিশুদের পড়ার চাপ কমাতে চীনে নতুন আইন

প্রকাশিত: ১৯:০৪, ২৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
শিশুদের পড়ার চাপ কমাতে চীনে নতুন আইন

সংগৃহীত ছবি

শিশুদের পড়াশোনার চাপ কমাতে নতুন আইন করেছে চীন। এতে বলা হয়েছে, শিশুদের ওপর হোমওয়ার্ক ও প্রাইভেট টিউশনের চাপ কমানো নিশ্চিত করা এবং তাদের পর্যাপ্ত বিশ্রাম ও খেলাধুলার সময় বের করার জন্য শিশুদের বাবা-মাকে নির্দেশনা দেওয়ার দায় এখন থেকে স্থানীয় সরকারের।

শিনহুয়া’র খবরে বলা হয়, এখনো আইনটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এতে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখার ব্যবস্থা করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুদের পড়াশোনার চাপ ও ইন্টারনেট আসক্তি কমাতে সম্প্রতি বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে চীন সরকার। গত সোমবার (১৮ অক্টোবর) সরকার জানিয়েছে, প্রয়োজনে এমন আইন করা হতে পারে, যেখানে শিশুদের আচরণ ‘খারাপ’ হলে বাবা-মাকে শাস্তিভোগ করতে হবে।

এর আগে গত আগস্টে চীনের ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন ও সাধারণ ছুটির দিনগুলোতে ১৮ বছরের কম বয়সীরা মাত্র এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে। তাও খেলা যাবে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত। এই সময়ের বাইরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে চীনের গেমিং সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা মানা হচ্ছে কি না দেখতে গেমিং সংস্থাগুলোর ওপর নজরদারিও করা হবে।

এছাড়া, ছয় থেকে সাত বছরের শিশুদের লিখিত পরীক্ষা দেওয়ার নিয়ম থেকেও মুক্তি দিয়েছে চীন। তীব্র প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বাবা-মা এবং শিক্ষার্থীদের ওপর যে চাপ পড়ে তা কমিয়ে আনার চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে তারা। চীনা শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই চাপ শিশুদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিভি/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2