• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পাকিস্তানের জয় উদযাপন করে বিপদে কাশ্মীরের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাকিস্তানের জয় উদযাপন করে বিপদে কাশ্মীরের শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত।

টি-২০ বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আসরে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এটাই পাকিস্তানের প্রথম জয়। এমন জয়ে পাকিস্তান সমর্থকদের মাঝে বাধ ভাঙা উল্লাস। সেই আনন্দের ছোঁয়া লেগেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের দুইটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষ।

ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় উদযাপন করায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইনে দুইটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে মামলার তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ।

কারান নগরের সরকারি মেডিকেল কলেজের হোস্টেল ওয়ার্ডেন ও ম্যানেজমেন্ট এবং শ্রীনগরের সৌরায় অবস্থিত শের ই কাশ্মীর মেডিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার।

এছাড়া এফআইআরে ইন্ডিয়ান পেনাল কোডের ৫০৫ ধারার (জনসম্মুখে আইনবিরোধী কাজের বিবৃতি) কথাও উল্লেখ করা হয়েছে।

ওই দুই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাকিস্তানের জয়ের পর বাঁধভাঙা উদযাপন করেন। তাদের উদযাপনের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে তারা এখনও কাউকে চিহ্নিত করেনি এবং তদন্ত জারি রয়েছে। পাশাপাশি তারা এটিও জানিয়েছে, এসব ভিডিও ২০১৭ সালের কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিভি/এমএস

মন্তব্য করুন: