• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিঃ যুক্তরাজ্যগামী ২৭ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৫১, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ০৯:৫৪, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ইংলিশ চ্যানেলে নৌকাডুবিঃ যুক্তরাজ্যগামী ২৭ অভিবাসীর মৃত্যু

ফাইল ছবি

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে অবৈধ পথে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবিতে ২৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও এক জন শিশু রয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের জলরাশিতে নৌকাডুবির এই দুঘটনা ঘটে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবপাচারের এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে ফ্রান্সে চার জনকে আটক করা হয়েছে।

ব্যস্ততম ইংলিশ চ্যানেলে এটিই একসংগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু। তবে, দক্ষিণ ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের মধ্যকার এই জলরাশি পাড়ি দিয়ে মানবপাচারের ঘটনা নতুন নয়। ধারণক্ষমতার বেশি মানুষ নিয়ে নৌকাবোঝাই করে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টাকালে মানুষজনকে উদ্ধারের খবর আসে।

 


 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2