• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বিশ্বে করোনায় আক্রান্ত ২৬ কোটি ছাড়ালো

প্রকাশিত: ১০:২৬, ২৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বিশ্বে করোনায় আক্রান্ত ২৬ কোটি ছাড়ালো

ফাইল ছবি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয় হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৭১ হাজার ৮১০ জন। এই সময়ে তিন লাখ ৯০ হাজার ৯৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৯ জনে। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি তিন লাখ ১১ হাজার ৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৭৩৭ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৮ হাজার ৫৫১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৯৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন মারা গেছেন।


 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: