• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টিকার চতুর্থ ডোজ দেবে ডেনমার্ক

প্রকাশিত: ১২:৪২, ১৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
টিকার চতুর্থ ডোজ দেবে ডেনমার্ক

ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনার ওমিক্রন ধরন মোকাবেলায় অধিক ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। তবে এটি আসলে সংক্রমণ নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা রাখবে সেই সংক্রান্ত কোনো তথ্য যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছে দেশটির একটি নিয়ন্ত্রণ সংস্থা।

বুধবার (১২ জানুয়ারি) ডেনিশ সরকারের বরাতে বার্তা সংস্থা খবর এএফপি একথা জানিয়েছে।

ডেনিশ স্বাস্থ্যমন্ত্রী মাগনুস হিউনিকি বলেন, ‘কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ে এই পদক্ষেপ একটি নতুন অধ্যায়ের সূচনা।’

হিউনিকি আরও বলেন, ‘দেশের নাগরিকদের মধ্যে যারা অধিক ঝুঁকিতে রয়েছেন এবং যারা এরইমধ্যে করোনা’র তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদেরকে চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে।’

দেশটির করোনা বিধি-নিষেধ অনেকটাই শিথিল করা হচ্ছে। আগামী ১৯ ডিসেম্বর থেকে বন্ধ রাখা সাংস্কৃতিক কেন্দ্রগুলো আবার খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ডেনমার্কে করোনা আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। মারা গেছেন তিন হাজার ৪৩৩ জন।

বিভি/এএন

মন্তব্য করুন: