• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আধাঘণ্টার ফোনালাপে যে বিষয়ে কথা হয় বাইডেন-জেলেনেস্কি’র

প্রকাশিত: ১৬:০৩, ৬ মার্চ ২০২২

আপডেট: ১৭:৫৯, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আধাঘণ্টার ফোনালাপে যে বিষয়ে কথা হয় বাইডেন-জেলেনেস্কি’র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে দীর্ঘ আধাঘণ্টা কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববারের এই  ফোনালাপে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খবর এএফপি’র। 

ফেনালাপের পর নিজের টুইট অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি নিজেই। সেই পোস্টে তিনি বলেন, ‘চলমান আলোচনার অংশ হিসেবে আমি বাইডেনের সঙ্গে আরেকবার আলোচনা করেছি। ইউক্রেনের নিরাপত্তা, অর্থনৈতিক ইস্যু, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে।’

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাইডেন তাঁর প্রশাসন ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন। ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করার বিষয়েও গুরুত্ব দেন বাইডেন।

কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের এই নেতা মার্কিন আইনপ্রণেতাদের ভিডিও কলে তাঁর দেশে আরও সহযোগিতা করতে আহ্বান জানান। রাশিয়ার তেল আমদানি কালোতালিকাভুক্ত করার জন্যও আহ্বান জানান তিনি।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2