• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চীন-রাশিয়ার যুদ্ধ লাগানোর বুদ্ধি দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১০:৪৭, ৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চীন-রাশিয়ার যুদ্ধ লাগানোর বুদ্ধি দিলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা বর্ষণ করা। রবিবার (৬ মার্চ) নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ। 

ট্রাম্প বলেন, এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া ও চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারবো চীন এই হামলা চালিয়েছে।

এরপর তারা দুই দেশ একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখবো। ট্রাম্পের এই কথাতেই হলভর্তি লোকজন সবাই হেসে ফেলেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প হয়তো তার এসব কথা কৌতুক করে বলেননি। কারণ ক্ষমতায় থাকাকালে তিনি ডেনমার্কের বিশাল ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে ফেলতে চেয়েছিলেন। তাতে ডেনমার্ক রাজি না হওয়ায় দেশটিতে নির্ধারিত সফর বাতিল করেন ট্রাম্প।

ইউক্রেনের দু’টি অঞ্চলকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পর তাকে ‌‘স্মার্ট ও জিনিয়াস’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে বাইডেনকে ‘নির্বোধ’ অ্যাখ্যা দিয়েছেন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিষয়ে ভারসাম্যমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে চীন সরকার। ইউক্রেনে হামলার নিন্দা বা সমর্থনে কোনো মন্তব্য এখনো তারা করেনি। 

চীনা সরকার ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতেও অস্বীকার করেছে। এতে স্পষ্টই বুঝা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না চীন।  

তবে চীনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ কীভাবে লাগতে পারে, সেই বিষয়ে এমন কৌশল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2