• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনকে ১৩৬০ কোটি ডলার সহায়তায় দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনকে ১৩৬০ কোটি ডলার সহায়তায় দিবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কংগ্রেস

ইউক্রেনকে সহায়তায় এক হাজার ৩৬০ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এখন এই বিলটিতে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।  

জানা গেছে, প্রায় দুই লাখ ইউক্রেনিয়কে সাহাযার্থে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ অস্ত্র স্থানান্তরের জন্যও ব্যবহার করা হবে। কংগ্রেসে বিলটি উত্থাপনের সময় ডেমোক্রেট নেতা চক শুমার বিষয়গুলো তুলে ধরেন।

এর আগে, সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। পুতিনের এই ঘোষণার পর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়। 

যুদ্ধ শুরুর পর থেকেই দুই পক্ষের সেনা নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের একাধিক শহরের দখল নিয়েছে রাশিয়ান সেনারা। হামলা-পাল্টা হামলার জেরে বহু মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

জাতিসংঘের সাম্প্রতিক প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ২০ লাখ ইউক্রেনিয় দেশ ছেড়ে পালিয়েছে। প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এসব মানুষ। দেশটিতে মানবিক সংকট চরমে পৌঁছেছে। এমন পরস্থিতিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই সহায়তা প্যাকেজ বিল পাস হলো।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2