• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার কানাডার উপর ক্ষেপেছে রাশিয়া, ট্রুডোসহ ৩১৩ জনকে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৫:৪১, ১৬ মার্চ ২০২২

আপডেট: ১৬:২৪, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
এবার কানাডার উপর ক্ষেপেছে রাশিয়া, ট্রুডোসহ ৩১৩ জনকে নিষেধাজ্ঞা

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নতুনভাবে আলোচনায় এসেছে রাশিয়ার নিষেধাজ্ঞার বিষয়। জো বাইডেন, অ্যান্থনি ব্লিঙ্কেন ও হিলারি ক্লিনটনসহ ১৩ মার্কিন নাগরিককে নিষিদ্ধ করার পর এবার কানাডার দিকে নজর দিয়েছে রাশিয়া সরকার।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীসহ ৩১৩ জন কানাডিয়ানকে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ঠিক এর আগেরদিন ১৩ জন প্রভাবশালী মার্কিন নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় রুশ প্রশাসন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বর্তমান কানাডিয়ান শাসকদের রাশিয়ার বিরুদ্ধে শত্রুতাসুলভ কার্যকলাপের প্রতিক্রিয়া হিসাবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। তাছাড়া কানাডা তার ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে।

ট্রুডো ছাড়াও রুশ কালো তালিকায় রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দসহ প্রায় প্রত্যেক পার্লামেন্ট সদস্য।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যেক রুশবিদ্বেষী আক্রমণ যেমন রুশ কূটনৈতিক মিশনে হামলা, আকাশপথ বন্ধ, বা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের বিচ্ছেদকারী অটোয়ার পদক্ষেপ অনিবার্যভাবে সমান জবাব পাবে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: