• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্বকে এই স্বীকৃতি দিতে হবেঃ জেলেনস্কি

প্রকাশিত: ১২:১৩, ১৭ মার্চ ২০২২

আপডেট: ১২:১৪, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্বকে এই স্বীকৃতি দিতে হবেঃ জেলেনস্কি

রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি বলছে, বুধবার (১৬ মার্চ) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। 

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এখন সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে, আনুষ্ঠানিকভাবে বিশ্বকে এই স্বীকৃতি দিতে হবে।’ 

ভিডিও বার্তায় তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে মানবিক সহয়তার আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণারও দাবি জানান জেলেনস্কি।

জেলেনস্কির ভিডিও বার্তায় সিরিয়া, চেচনিয়া ও আফগানিস্তান যুদ্ধের চেয়েও বেশি সেনা ইউক্রেনে হারিয়েছে রাশিয়া এমন তথ্যও ছিল। রুশ ভাষায় রাশিয়ান নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুদ্ধে রুশ সেনারা ইউক্রেনে এতোটাই ক্ষতির সম্মুখীন হয়েছে যেটা তারা চেচনিয়া বা সিরিয়াতে দেখেনি। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন: