• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভারতে জেলেনস্কির নামে চা; দাম কত? 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ভারতে জেলেনস্কির নামে চা; দাম কত? 

জেলেনস্কি-চা-ছবি সংগৃহিত

‘জেলেনস্কি-রিয়েলি স্ট্রং’ নামে চা মিলেছে ভারতে। আসামের চা প্রস্তুত কারক সংস্থা অ্যারোমিকা টি তৈরি করেছে এই চা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহসিকতার জন্য তাকে সম্মান জানানোর জন্যেই এই চা তৈরি করেছে কোম্পানিটি। 

নতুন এই চা অর্থোডক্স এবং সিটিসি এর সংমিশ্রণ। ঠিক যেমনটা ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিন সপ্তাহ ধরা যুদ্ধে ইউক্রেন এক প্রকার ধ্বংসস্তুপে পরিনত হলেও হার মানতে রাজি নয় ইউক্রেনবাসী যার নেপথ্যের কারণ জেলেনস্কি। 

অ্যারোমিকা টি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে চা বিক্রি করছে কোম্পানিটি। শিগগিরই ই-কমার্স সাইটের মাধ্যমে এই চা বিক্রি শুরু হবে বলে জানিয়েছে অ্যারোমিটা টি। চায়ের ২০০ গ্রামের প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৯০ টাকা।

সার্ভেন্ট অব দ্য পিপল, নামে হাস্যরসাত্মক একটি টিভি শো’র অভিনেতা এখন বিশ্বের একাংশের নায়ক। যুদ্ধে তার অবদানের জন্য ইতিমধ্যে ইউরোপীয় অনেক নেতা তাকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার দাবি জানিয়েছে।

বিভি/এসআই/এইচএস

মন্তব্য করুন: