• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিদেশিদের সাথে আর্থিক সম্পর্ক নিয়ন্ত্রণে রাশিয়ার নতুন পদক্ষেপ

প্রকাশিত: ২২:১৯, ১৯ মার্চ ২০২২

আপডেট: ২৩:০০, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বিদেশিদের সাথে আর্থিক সম্পর্ক নিয়ন্ত্রণে রাশিয়ার নতুন পদক্ষেপ

ভ্লাদিমির পুতিন

বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নিয়েছে মস্কো প্রশাসন। এই পদক্ষেপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের শক্তি বাড়ানো হয়েছে।

গতকাল শুক্রবার অর্থনৈতিক নতুন এই পদক্ষেপের একটি আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ান ইংরেজি গণমাধ্যম আরটি এই খবর জানিয়েছে। তারা বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে রাশিয়া।

নতুন এই নিয়মে এখন থেকে যেকোনো বিদেশি কোম্পানি ও ব্যক্তির কাছে অর্থ লেনদেনের সর্বোচ্চ পরিমাণ বেঁধে দিতে পারবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নতুন আদেশে রাশিয়ার ব্যাংকগুলোকে চলতি বছর শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশিদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করতে বলেছেন পুতিন। 

আরও পড়ুন:

এই আদেশের ফলে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানের বিষয়টিও নিষেধাজ্ঞার মধ্যে চলে এসেছে।  অর্থাৎ অনুমতি ছাড়া লাভের টাকা দেয়া যাবে না বিদেশি বিনিয়োগকারীদের। 

রাশিয়ার ব্যাংকগুলোকে অনুমতি সাপেক্ষে ১ সেপ্টেম্বর পর্যন্ত বৈদেশিক ঋণ পরিশোধের অনুমতি দেয়া হয়েছে এই আদেশে। কিন্তু তা দিতে হবে সরকারের নির্ধারিত বিনিময় হারে ও রুবলের মাধ্যমে। ইউক্রেনে অভিযান শুরুর পরপরই বৈদেশিক মুদ্রার পাচার ঠেকাতে রাশিয়ার রপ্তানিকারকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছিল দেশটি।

তবে নতুন আদেশে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। বলা হয়েছে, রপ্তানিকারকেরা যদি রুশ ব্যাংকগুলোর কাছে তাদের ঋণ শোধ করে, তাহলে বৈদেশিক মুদ্রা আয়ের সেই অংশ (৮০ শতাংশ) আর বিক্রি করতে হবে না।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2