• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রুশ হামলায় এবার ধ্বংস হলো ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা

প্রকাশিত: ১৪:২৪, ২০ মার্চ ২০২২

আপডেট: ১৫:২১, ২০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রুশ হামলায় এবার ধ্বংস হলো ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা

ইউক্রেনের মারিওপোলে রুশ হামলায় এবার ধংস হলো ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজভস্টাল।

ইউক্রেনের আইনপ্রণেতা লিসিয়া ভ্যাসিলেনকো টুইট করে জানান, ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনৈতিক ক্ষতি ব্যাপক। পরিবেশও বিপর্যস্ত।

কারখানা এলাকার একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে ভবনগুলো থেকে ধোঁয়ার কালো কুন্ডলি উড়তে দেখা গেছে।

উল্লেখ্য, ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রিনাট আখমেতভের নিয়ন্ত্রণাধীন মেটিনভেস্ট গ্রুপের অংশ এই  আজভস্টাল কারখানা। যুদ্ধ শুরুর আগে থেকেই মস্কোপন্থী হিসেবে পরিচিত আখমেতভ ইউক্রেনে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছেন।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2