ইউক্রেনে স্কুলে হামলা চালালো রাশিয়া

বিবিসি রবিবার (২০ মার্চ) তাদের প্রতিবেদনে বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া যেখানে ৪০০ বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
মারিউপোল শহর কাউন্সিল বলছে, রাশিয়ার জোড়দার পরিকল্পিত হামলা থেকে বাঁচতে ওই স্কুলে ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলো। কিন্তু রাশিয়ার হামলায় মুখে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা ভবনের ধ্বংস্তুপের নিচে আটকা পড়েছে।
হামলার ক্ষয়ক্ষতি বা আহতের খবর এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি। কারণ, মারিউপোলের সঙ্গে যোগাযোগ এখন অত্যন্ত কঠিন।
শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন।
বিভি/এসআই/এএন
মন্তব্য করুন: