• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রুশ ধনকুবেরদের ৮০০ মিলিয়ন ডলার জব্দ: ফ্রান্স

প্রকাশিত: ২০:৪৮, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রুশ ধনকুবেরদের ৮০০ মিলিয়ন ডলার জব্দ: ফ্রান্স

ইকোনোমি অ্যান্ড ফিন্যান্স মিনিস্টার ব্রুনো লা মায়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে রাশিয়ার উপর। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ধনী ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।

রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে যুক্তরাজ্য রাশিয়ার পাঁচটি ব্যাংক তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ১১. বিলিয়ন ডলারের গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমের নর্ড স্ট্রিম- পাইপলাইনের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে জার্মানি।

রাশিয়ার উপর কঠোর বিধি নিষেধ আরোপে এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি আছেন, রয়েছেন ব্যাংকিং খাতের ২৭ জন কর্মকর্তা।

জাপানে রাশিয়ার বন্ড ইস্যু নিষিদ্ধ করেছে রাশিয়ান সরকার। এরই ধারাবাহিকতায় ফ্রান্স রুশ ধনকুবেরদের ৮০০ মিলিয়ন ডলার জব্দ করেছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আতাল। এর আগে চলতি মাসের শুরুতে ১৬০ রুশ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: সিএনএন

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2