• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু; নিখোঁজ ৫

প্রকাশিত: ০৯:৫৭, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু; নিখোঁজ ৫

বন্যা-ভূমি ধ্বসে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ১৯ জনের মৃত্যূ হয়েছে। স্থানীয় সময় শনিবার ব্রাজিল কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে। সম্প্রত ব্রাজিলে ভারী বর্ষনে এই বন্যার সৃষ্টি হয়েছে।

মেয়র ফার্নান্দো জরডাও বলেন, আমাদের উদ্ধারকর্মীরা ফ্লাডলাইট প্রতিস্থাপনের কাজ করছে যাতে রাতে বেলায়ও উদ্ধার তৎপরতা চলমান রাখা যায়। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই কাজে সহযোগিতা করছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো সামাজিক মাধ্যমে লেখেন, ফেডারেল সরকার আক্রান্ত এলাকার উদ্ধার তৎপরতা বাড়াতে মিলিটারী এয়ারক্রাফট পাঠানো হয়েছে এছাড়া আক্রান্ত এলাকার ১৭ মিলিয়ন জনগণের জন্য জাতীয় দূর্যোগ রেসপন্স সচিব আলেক জান্দ্রে লুকাসকে পাঠানো হয়েছে।  

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা আংরা দে রেইস শহরে ভূমিধসে আরো দুই জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ূ পরিবর্তনের কারনেই এমনটি প্রাকৃতিক দূর্যোগের রিপিটেশন ঘটছে।

এর দেড় মাস আগে, ব্রাজিলের পেট্রাপলিসের বন্যায় ২৩৩ জন নিহত হয়।

 

 

বিভি/ এসআই

মন্তব্য করুন: