• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

প্রকাশিত: ১৭:২৫, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

পুরো বিশ্বের নজর এখন পাকিস্তানে। দেশটির রাজনীতিতে চলছে নানান ঘটনা। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে একের পর এক সংবাদে বুঁদ হয়ে আছে বিশ্ব সংবাদ মাধ্যমগুলো। শুরুতে ইমরান খানের প্রতি অনাস্থার প্রস্তাব। এরপর সেটা খারিজ। এরপর চমক দেখিয়ে সংসদ ভাঙার ঘোষণা। সব মিলিয়ে বেশ জটিল অবস্থা চলছে পাকিস্তানের রাজনীতিতে।

রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান। বক্তব্যে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

ইমরান খান বলেন, ইতোমধ্যে আমি রাষ্ট্রপতির কাছে  বার্তা পাঠিয়েছি যে, অ্যাসেম্বলি (জাতীয় সংসদ) ভেঙে দিন। আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করি। জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।  

ইমরান খানের প্রস্তাবের পরই পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি। 

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাবনা পেয়েছেন, যা তিনি অনুমোদন করেন, ফলে জাতীয় পরিষদ এখন সাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। এখন সাংবিধানিকভাবে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা।

বিভি/এজেড

মন্তব্য করুন: