• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধাপরাধের জন্য পুতিনের বিচার চান বাইডেন

বাসস

প্রকাশিত: ১৩:০১, ৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:০৫, ৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
যুদ্ধাপরাধের জন্য পুতিনের বিচার চান বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (বামে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ প্রশ্নে যুদ্ধাপরাধ বিচারের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে চান। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট পুতিনকে ‘একজন যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে বাইডেন সাংবাদিকদের বলেন, এক্ষেত্রে ‘যুদ্ধাপরাধের বিচার’ করা উচিত হবে।

বাইডেন অতীতেও পুতিনকে একজন যুদ্ধাপরাধী এবং ক্রেমলিনের চরম উস্কানিদাতা হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘আপনি স্মরণ করতে পারেন আমি সমালোচনা করেছি।’ ‘এই ব্যাপারে একেবারে সত্যি কথা হচ্ছে, আপনি দেখেছেন বুচায় কি ঘটেছে। এই লোক নিষ্ঠুর এবং বুচায় কি ঘটছে তা সকলে দেখছেন।’

বাইডেন বলেন, পুতিন হচ্ছেন ‘একজন যুদ্ধাপরাধী’ এবং তিনি আরও বলেন, এই ব্যাপারে বিচার করতে আমাদের বিস্তারিত জানতে হবে।’

পরমাণু ক্ষমতাধর দেশ রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে সাবধান থাকা যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনে অর্থ ঢালা ও অস্ত্রের যোগান দেওয়া বজায় রেখেছে এবং রাশিয়ার আর্থিক অবস্থা দুর্বল করার লক্ষ্যে মস্কো ও পুতিন-এর অন্তরঙ্গ বন্ধুদের বিরুদ্ধে নজির বিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।

সোমবার বাইডেন বলেন, তিনি এখনো আরও নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছেন। তিনি তার রুশ প্রতিপক্ষকে বলেন, ‘তাকে জবাবদিহি করতে হবে।’
 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2