• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

 ‘শ্রীলঙ্কায় আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে’

প্রকাশিত: ১৬:২৭, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
 ‘শ্রীলঙ্কায় আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে’

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কায় দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবের্দনা। একই ধরনের শঙ্কা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়াও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই শক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

বুধবারের পার্লামেন্টারি বিতর্কে দেশটির স্পিকার বলেন, বর্তমানে শ্রীলঙ্কায় যা চলছে সেটাই সবচেয়ে ভয়াবহ অবস্থা নয়। এর চেয়েও কঠিন পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সামনের দিনগুলোতে দুই কোটি জনসংখ্যার শ্রীলঙ্কায় দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন তিনি। 

বুধবার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের মধ্যে চলমান বিতর্কে দু'বার অধিবেশন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন স্পিকার। দেশটিতে চলমান রাজনৈতিক অবস্থার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়াও। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা আর নেই বলে উল্লেখ করেন সাবেক এই পার্লামেন্ট সদস্য। 
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় সহায়তা পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2