• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই শাহবাজ শরিফ?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৯ এপ্রিল ২০২২

আপডেট: ১১:২১, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই শাহবাজ শরিফ?

শাহবাজ শরিফ

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের অনাস্থার লজ্জা নিয়ে প্রস্থান এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। যা আজ শনিবার পার্লামেন্টে অনাস্থা ভোটের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রধান বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফের নাম তার উত্তরসূরি হিসাবে ঘুরেফিরে আসছে। 

শাহবাজ শুধুমাত্র পাকিস্তানের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক নেতা নন। তার আরও একটি বড় পরিচয় হল, তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। দেশের বাইরে শাহবাজ ততটা পরিচিত না হলেও দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য তার সুনাম আছে।

এ মুহূর্তে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধী দলনেতার পদে থাকা শাহবাজের এর আগে প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে। তিনবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি। এ পদে সবথেকে বেশি দিন থাকার কৃতিত্ব তার।

তাছাড়া, সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে লন্ডনে চলে যাওয়ার পরই তার দল পিএলএম-এন পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন শাহবাজ।

১৯৯৯ সালে জেনারেল পারফেজ মুশারফের নেতৃত্বে পাকিস্তানে সেনা অভ্যুত্থানের পর পাকিস্তান ছেড়ে চলে গিয়েছিলেন শাহবাজ শরিফ। ২০০০ সালে সৌদি আরবে নির্বাসনে থাকতে শুরু করেন তিনি। ২০০৭ সালে শাহবাজ আবার পাকিস্তানে ফেরেন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে। ২০০৮ সালে নির্বাচনে জিতে ফের পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2