• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ন্যাটো-যুক্তরাষ্ট্র’র অস্ত্রভর্তি গাড়িবহরে হামলার হুঁশিয়ারি মস্কোর

প্রকাশিত: ১৯:০৪, ১৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:০৫, ১৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ন্যাটো-যুক্তরাষ্ট্র’র অস্ত্রভর্তি গাড়িবহরে হামলার হুঁশিয়ারি মস্কোর

বুধবার (১৩ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্ত ও ন্যাটো জোটের সরবরাহকৃত অস্ত্র বোঝাই পরিবহনে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সহযোগিতা বন্ধ করতেই এমন পদক্ষেপ নিয়েছে রাশিয়া। 
যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে  অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোজোট। 


রাশিয়া বলছে, ইউক্রেনকে সহযোগিতায় যুক্তরাষ্ট্র কিংবা ন্যাটোর পাঠানো অস্ত্রবহরে হামলা মস্কোর জন্য বৈধ। এসময় রাশিয়া নিজেদের সেনাবাহীনি পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়লে তার সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারন করে মস্কো। 
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা তাস’কে এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কেউ বাঁধা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। এসময় তিনি বলেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য অস্ত্র বহণকারী সকল পরিবহণই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু। 


ফেব্রুয়ারীর শেষ সপ্তাহ থেকে রাশিয়ার সামরিক বাহীনি স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে আক্রমন চালায়। হামলায় লাখ লাখ ইউক্রেনীয় ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে । হতাহতের ঘটনাও কম নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের কাছে আরও ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
জেলেনস্কি’র আহ্বানের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা রাষ্ট্র অস্ত্র সহযোগিতা দিয়ে আসছে। বুধবার ৮০০ মিলিয়ন অতিরিক্ত সামরিক সহয়তার ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2