• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বিশ্বকে ভয়ংকর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বললেন জেলেনস্কি 

প্রকাশিত: ১৫:০২, ১৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিশ্বকে ভয়ংকর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বললেন জেলেনস্কি 

পরমানু হামলা থেকে নিজেদের বাঁচাতে বিশ্বকে সতর্ক থাকতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৬ এপ্রিল) ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেলেনস্কি এর আগে বৃহসপতিবারও এমন সতর্কবার্তা দিয়েছিলেন। জেলেনস্কির এই সাক্ষাৎকার ইউক্রেনের কয়েকটি সাইটে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। 

ইউক্রেনে এখনো পারমাণবিক অস্ত্র প্রয়োগের খবর পাওয়া যায়নি। তবে কিয়েভ দাবি করেছে, রাশিয়া ইউক্রেনে দূর পাল্লার মিসাইল নিক্ষেপ করছে। এদিকে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, রাশিয়ার এই আগ্রাসনে কৌশলগত পারমানবিক অস্ত্র ব্যবহার হতে পারে। 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে অভিযান চালিয়েছে রাশিয়া সেই লক্ষ্য পূরণ না হলে এবং রুশ সেনারা যদি বারবার ক্ষতির সম্মুখীন হতে থাকলে লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র হলো এমন অস্ত্র যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। রাশিয়ার কাছে দুই হাজারেরও বেশি লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র আছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জর্জিয়ায় একটি অনুষ্ঠানে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার আশঙ্কার কথা জানান যুক্তরাষ্ট্রের সিআইয়ের প্রধান উইলিয়াম বার্নস।

অনুষ্ঠানে সিআইএ প্রধান রাশিয়ার ক্ষয়ক্ষতির বিষয় ও ইউক্রেন যুদ্ধে তাদের হতাশার বিষয়গুলো নিয়েও কথা বলেন। তিনি জানান, অনেক জায়গায় রাশিয়ার তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি। রাজধানী কিয়েভ দখল করতে গিয়ে মারও খেয়েছে তারা। ফলে সেখান থেকে বাধ্য হয়ে সরে আসতে হয়েছে। আর এ বিষয়টিই পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারে।

এ ব্যাপারে সিআইএ প্রধান বলেন, লো-ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়টিকে আমরা হালকাভাবে নিতে পারি না। আমরা সত্যিই খুবই চিন্তিত। আমি জানি প্রেসিডেন্ট বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতেও খুবই বদ্ধপরিকর। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবেই।


 

বিভি/এসআই

মন্তব্য করুন: