• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৭ 

রাশিয়ার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সের কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় জরুরি পরিষেবা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শহর ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

জরুরি পরিষেবার সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাতজনের মৃত্যুর কথা জানাচ্ছি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রটি এর আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।

জানা গেছে, রাত সাড়ে নটার দিকে এই আগুনের সূত্রপাত। এরপর রাত ১১টার ৮ মিনিটের  দিকে আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হাজার ৫০০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার তাস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। 

আগুন নেভাতে এমআই-৮ হেলিকপ্টার থেকে অন্তত ১০ ট্যাংক পানি ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে।

খবরে বলা হয়, ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার সময় অনেকে আহত হন। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। 

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে।

তিন বছর আগেও এ গবেষণাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের ৬ মার্চের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতও ছিল শর্ট সার্কিট থেকে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: