• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ভুয়া’ তথ্যের অভিযোগে গুগলকে রাশিয়ার জরিমানা

প্রকাশিত: ২১:১০, ২২ এপ্রিল ২০২২

আপডেট: ২২:১৮, ২২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
‘ভুয়া’ তথ্যের অভিযোগে গুগলকে রাশিয়ার জরিমানা

ইউক্রেন সমর্থিত ভূয়া সংবাদ এবং ভিডিও না মোছার কারনে গুগলকে এক লাখ ৩৮ হাজার ডলার জরিমানা করেছে মস্কোর একটি আদালত। রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর টাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্ট বৃহস্পতিবার (২১ এপ্রিল) নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে দুই মামলায় বিপরীতে গুগলকে ৪০ লাখ রুবল ও ৭০ লাখ রুবল জরিমানা করেছে। 

রাশিয়া তথ্যের অবাধ প্রবাহ নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে বিদেশি টেক জায়ান্ট এবং সংবাদ মাধ্যমকে নজরে রাখছে মস্কো। গুগলের উপর আরোপিত এই জরিমানা তারই একটি অংশ বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

রাশিয়ার বার্তা সংস্থা তাস বলছে, গুগল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এমন কিছু তথ্য দিচ্ছে যা ভূয়া হিসাবে বিবেচিত করছে। এছাড়া, ‘আজোভ ব্যাটেলিয়ন’-এর মতো ‘উগ্র-ডানপন্থি’ দলের তৈরি ভিডিও ইউটিউবে থাকায় গুগল কে এই জরিমানা করা হয়েছে। রাশিয়া অবশ্য গুগলকে এপ্রিলের শুরুতেই সতর্ক করেছিল। 

রাশিয়ার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। অপরদিকে, একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2