দনবাস ও দক্ষিণ ইউক্রেনের পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা রাশিয়ার

রাশিয়ান আর্মি
রাশিয়ার কেন্দ্রীয় সামরিক জেলার ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তাম মিনেকায়েভের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো বলছে, ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের মধ্যে স্থল করিডোর তৈরির পরিকল্পনাও করছে মস্কো। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া।
রাশিয়া ইতিমধ্যে পূর্ব ইউক্রেনের চল্লিশটি গ্রাম দখল করে নিয়েছে বলেও জানাচ্ছে রুশ সংবাদমাধ্যমগুলো।
মেজর জেনারেল রুস্তাম মিনেকায়েভ বলেন, দুদিন আগে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ’ শুরু হয়েছে। এখন রুশ সামরিক বাহিনীর অন্যতম কাজ হচ্ছে দনবাস ও দক্ষিণ ইউক্রেনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এতে ক্রিমিয়ার সঙ্গে স্থল যোগাযোগ প্রতিষ্ঠা করা যাবে। সেই সঙ্গে ইউক্রেনিয়ান অর্থনীতিকেও ভালো ধাক্কা দেওয়া যাবে।
মিনেকায়েভ আরও বলেন, দক্ষিণ ইউক্রেনের দখল নিতে পারলে ট্রান্সনিস্ট্রিয়াতেও প্রবেশ করা যাবে। মলদোভার এই বিচ্ছিন্ন রাজ্যে আগে থেকেই রুশ বাহিনী মোতায়েন করা রয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: