• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে পুতিনকে আবারও আহ্বান জানালেন জেলেনস্কি

বাসস

প্রকাশিত: ১৩:৩৮, ২৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:৪০, ২৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে পুতিনকে আবারও আহ্বান জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তার পক্ষেই সম্ভব এটি শেষ করা।

জেলেনস্কি আরও বলেন, যদি উভয়ের এই সাক্ষাত রাশিয়া ও ইউক্রেনকে শান্তি স্থাপনের দিকে নিয়ে যায় তবে তিনি পুতিনের সঙ্গে বসতে ভয় পান না।

প্রথম থেকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে বসার জন্যে জেলেনস্কি আহ্বান জানিয়ে আসছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন নয় যে আমি তার সঙ্গে সাক্ষাত করতে চাইছি। বিষয়টি হলো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা।

এদিকে জেলেনস্কি আবারও সতর্ক করে বলেছেন, মারিওপোলের অবরুদ্ধ ইষ্পাত কারখানার বাদবাকী সৈন্যদের রাশিয়া হত্যা করলে তারা আর আলোচনায় বসবেন না।
 
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। 

বিভি/এএন

মন্তব্য করুন: