• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৯:১৬, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ১১:২৬, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাক্রোঁ

দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। বিগত দুই দশকে এই প্রথমবার ফ্রান্সে কোনও প্রেসিডেন্ট নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন।

রবিবারের রানঅফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লি পেনের সঙ্গে ৫৮ দশমিক ৫৫ থেকে ৪১ দশমিক ৪৫ শতাংশ ব্যবধানে জয়লাভ করেন ম্যাক্রোঁ। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন লে পেন পেয়েছেন ৪১.৫ শতাংশ ভোট। এই নিয়ে অষ্টমবারের মতো নিজের নাম পরাজিতের খাতায় লেখালেন লি পেন।

এর আগে প্রাথমিক জরিপের ফল দেখে পরাজয় স্বীকার করে নেন লি পেন। তবে হেরে গেলেও দলের এমন ভোট প্রাপ্তিকে ‘বড় অর্জন’ বলে মন্তব্য করেন তিনি।

জয়ের পর রবিবার রাতে আইফেল টাওয়ারের পাদদেশে উচ্ছসিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন মধ্যপন্থী নেতা মাখোঁ, এ সময় বিভাজিত ফ্রান্সকে আবারও ঐক্যবদ্ধ করতে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। এখন আমি সবার কাছে গ্রহণযোগ্য প্রেসিডেন্ট হতে চাই।’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রথম পর্বে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন ১২ জন প্রতিদ্বন্দ্বী। প্রথম দফার ভোটে শীর্ষে ছিলেন ম্যাক্রোঁ। তাঁর ঝুলিতে গিয়েছিল ২৭.৩৫ শতাংশ ভোট। অপরদিকে লে পেনের দখলে ছিল ২৩.৯৭ শতাংশ ভোট। এই পর্বের শীর্ষে থাকা দুই প্রতিদ্বন্দ্বী এরপর দ্বিতীয় পর্বে রান-অফে অংশগ্রহণ করেন। প্রথম পর্বে ম্যাক্রোঁ ও পেনের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর থাকলেও রান-অফে পেনকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে এগিয়ে যান ম্যাক্রোঁ। তবে এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী জুনে অনুষ্ঠিত হতে চলা সংসদীয় নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2