• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ম্যাক্রোঁর জয়ের পর প্যারিসে পুলিশের গুলিতে নিহত ২

প্রকাশিত: ১৬:১৪, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ম্যাক্রোঁর জয়ের পর প্যারিসে পুলিশের গুলিতে নিহত ২

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে একটি গাড়িতে থাকা দুইজন নিহত হয়েছেন। প্যারিসের মধ্যাঞ্চলে রবিবার (২৪ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। এদিকে, একই দিনে চূড়ান্ত পর্বের প্রেসিডেন্টের ভোটে জয়ী হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ।

পুলিশের বরাতে ফরাসি গণমাধ্যমগুলো বলছে, মধ্যরাতের পরপরই গাড়িটি প্যারিসের সবচেয়ে পুরাতন সেতু পন্ট নেউফের ওপর দিয়ে যাওয়ার সময় সেটি পুলিশের একটি চেকপয়েন্টে থামতে অস্বীকৃতি জানায়। এসময় গাড়িটি পুলিশ কর্মকর্তাদের দিকে দ্রুত বেগে আসতে থাকায় তারা সেটি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িটির ভেতরে থাকা দুইজন নিহত ও অন্য একজন আহত হয়।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ হয় বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ। পরে পুলিশ বিক্ষোভকারীদের টিয়ার শেল ছোড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভদের লাঠিপেটা করারও অভিযোগ উঠেছে।

ফ্রান্সের নাগরিকরা রবিবার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে তাদের ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ম্যাক্রোঁ। এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

সূত্র: রয়টার্স।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2