• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতে লাউড স্পিকারে আজান দিতে সরকারি অনুমোদন ‘বাধ্যতামূলক’

প্রকাশিত: ১৭:০৫, ৬ মে ২০২২

ফন্ট সাইজ
ভারতে লাউড স্পিকারে আজান দিতে সরকারি অনুমোদন ‘বাধ্যতামূলক’

সংগৃহীত ছবি

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার সে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানোর জন্য সরকারি অনুমোদন নেওয়া ‘বাধ্যতামূলক’ করেছে। খবর : আনন্দবাজার।

মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে কিছুদিন আগে মহারাষ্ট্রে এক উত্তেজনার সৃষ্টির হয়। এরই মধ্যে বিষয়ে আজান নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল উত্তরপ্রদেশের ইলাহাবাদ হাই কোর্ট। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়— আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।

সম্প্রতি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বিসৌলি থানার এক মসজিদ কর্তৃপক্ষ আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের আবেদন জানিয়েছিলেন প্রশাসনের কাছে। কিন্তু মহকুমাশাসক অনুমতি না দেওয়ার মৌলিক অধিকারের প্রসঙ্গ তুলে হাই কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাই কোর্ট।

উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, কোনও অবস্থাতেই যেন লাউডস্পিকারের শব্দ ওই সংশ্লিষ্ট ধর্মস্থানের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: