• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

যুদ্ধ বন্ধে রাশিয়া কি ইতালির প্রস্তাব মানবে? 

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ মে ২০২২

আপডেট: ১৬:৪৬, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
যুদ্ধ বন্ধে রাশিয়া কি ইতালির প্রস্তাব মানবে? 

ছবি: এনডিটিভি

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইতালির প্রস্তাব ভেবে দেখছে রাশিয়া। রাশিয়ার একাধিক সংবাদ মাধ্যম আন্দ্রেই রুদেনকোকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে। 

আন্দ্রেই রুদেনকো বলেন, আমরা ইতালির প্রস্তাব পড়ে দেখছি। তবে, ঔই প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানায়নি আন্দ্রেই। উপপররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন গঠন মূলক কোন অবস্থানে এলেই আবারো আলোচনা শুরু হতে পারে। 

এর আগে যুদ্ধ বন্ধে তুরস্ক ও বেলারুশে একাধিক বৈঠক হলেও কার্যত কোন ফল আসেনি। এবার ইতালির প্রস্তাব ভেবে দেখছে রাশিয়া। যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইউক্রেনের গড়িমসিকেই দুষছেন রুশ পক্ষের প্রধান আলোচক ভলিদিমির মেদিনস্কি। 

তিনমাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে। যুদ্ধ কবে থামবে তার ও কোন সুনির্দিষ্ট ইঙ্গিত নেই। আর্ন্তজাতিক বিভিন্ন মহল যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন। 

সূত্র: এনডিটিভি, ফোরাল

বিভি/এসআই

মন্তব্য করুন: