• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো কিয়েভের পূর্বাঞ্চল সফরে জেলেনস্কি

প্রকাশিত: ১২:৫৮, ৩০ মে ২০২২

ফন্ট সাইজ
প্রথমবারের মতো কিয়েভের পূর্বাঞ্চল সফরে জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভের পূর্বাঞ্চল সফর করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট এর কার্যালয়কে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি দেশটির যুদ্ধে আক্রান্ত পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চল সফর করেছেন।

যুদ্ধ শুরুর পর কিয়েভের বাইরে এটিই তাঁর প্রথম সফর। সফরে তিনি খারকিবে সেনাদের অবস্থান দেখেন। নিজেদের জীবন হুমকির মুখে রেখে দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য তিনি সেনাদের ধন্যবাদ জানান। 

ভিডিওতে দেখা যায়, জেলেনস্কি বুলেট প্রুফ ভেস্ট পরে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করছেন। 
পোস্টে উল্লেখ করা হয়, খারকিভ অঞ্চলে ২ হাজার ২২৯টি ভবন ধ্বংস হয়েছে। যে সব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তা পুনর্নির্মাণ করে জীবন সঞ্চার করব। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন: