• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৮০ ফুট গর্তের নীচে ১০৪ ঘণ্টা, সঙ্গী ছিলো সাপ আর ব্যাঙ

প্রকাশিত: ১৪:৫২, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
৮০ ফুট গর্তের নীচে ১০৪ ঘণ্টা, সঙ্গী ছিলো সাপ আর ব্যাঙ

ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের ছত্তিসগড়ে এগারো বছরের রাহুল ৮০ ফুট কুয়ায় পড়ে গিয়েছিল গত শুক্রবার (১০ জুন)। ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে ১০৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে উদ্ধার করা হয় তাকে।

রুদ্ধশ্বাস উদ্ধারে নিয়োজিত ছিলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়ার মধ্যে একটি সাপ ছিল, আর ছিল একটি ব্যাঙ। এত নীচে অক্সিজেনের অভাবে যেমন কিশোরের প্রাণ সংশয়ের চরম সম্ভাবনা ছিল, তেমনি সাপের কামড়েও মৃত্যু হতে পারত তার।
ছোট্ট পরিসর, জমাট অন্ধকার আর অক্সিজেনের অভাব এরকম এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ১০৪ ঘণ্টা  সময় কাটিয়েছে রাহুল। 
ছত্তিসগড়ের জেলা প্রশাসক জিতেন্দ্র শুক্ল পরিস্থিতি জানতে পেরে বিষয়টি প্রকাশ্যে আনেননি। কারণ এতে রাহুলের পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। ঐ সময়ের মধ্যে তিনটি প্রাণীর কেউই কারও ক্ষতি করেনি। যাকে অনেকেই ‘চমৎকার’ বলেছেন।
প্রায় সাড়ে চার দিন ধরে আটকে থাকার পর রাহুলকে উদ্ধার করতে পেরে যেন হাফ ছেড়ে বেঁচেছে গোটা ছত্তীসগড়। গত চার দিন ধরে তার জন্য প্রার্থনা করেছে গোটা ছত্তীসগড়ের মানুষ। রাহুলকে উদ্ধারের পর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে বলেন, ‘আমাদের ছেলে দারুণ সাহসী। ১০৪ ঘণ্টা একটি সাপ ও একটি ব্যাঙের সঙ্গে কাটিয়ে দিয়েছে পুরোটা সময়। সূত্র: এনডিটিভি
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2