• NEWS PORTAL

  • বুধবার, ২২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শীর্ষ সাংবাদিকসহ যুক্তরাজ্যের ৪৯ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৯:২০, ১৫ জুন ২০২২

আপডেট: ১৯:২৯, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
শীর্ষ সাংবাদিকসহ যুক্তরাজ্যের ৪৯ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ছবি: আহরাম অনলাইন

ইউক্রেন যুদ্ধ নিয়ে একপেশে সংবাদ পরিবেশনের অভিযোগ ও নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় ব্রিটেনের প্রভাবশালী সাংবাদিকসহ ৪৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া।

নতুন এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না বিবিসি, স্কাই নিউজ, গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যমের ২৯ সাংবাদিক। নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি, দ্য গার্ডিয়ানের শন ওয়াকার, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের গিডিয়ন রাচম্যান। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও দনবাসের ঘটনা সম্পর্কে বুঝেশুনে মিথ্যা ও একতরফা তথ্য প্রচার করছে। পক্ষপাতমূলক মূল্যায়নের মাধ্যমে ব্রিটিশ সমাজে রুশোফোবিয়া উস্কে দেয়ার অভিযোগ তুলেছে মস্কো। একাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে এর আগে ব্রিটেনের শতাধিক এমপির ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2