• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তালেবান শাসনে সাংবাদিক এখন রাস্তায় খাবার বিক্রেতা

প্রকাশিত: ২২:৪৭, ১৬ জুন ২০২২

ফন্ট সাইজ
তালেবান শাসনে সাংবাদিক এখন রাস্তায় খাবার বিক্রেতা

কবির হাকমল নামে আফগানিস্তানের এক ব্যক্তি সম্প্রতি একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি মুসা মোহাম্মাদি নামের এক আফগান সাংবাদিকের ছবি শেয়ার করে লেখেন, ‘মুসা কয়েক বছর ধরে মিডিয়া লাইনে কাজ করতেন। কিন্তু আফগানিস্তানে চরম অর্থনৈতিক দুর্দশার কারণে বেঁচে থাকার জন্য তিনি এখন রাস্তায় খাবার বিক্রি করছেন।’ খবর: এনডিটিভি

গত বছরের আগস্টে আফগানিস্তান দখল নেয় তালেবানরা। এরপর থেকে দেশটিতে অর্থনৈতিক দৈন্যতা ও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। যা এখনও চলছে। দেশটিতে যে চরম অর্থনৈতিক দুর্দশা চলছে এ ঘটনা তারই চিত্র তুলে ধরে।  হাকমল তার টুইটে তিনি লেখেন, ‘দেশের কত প্রতিভাবান পেশাদারকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে!’ 

তিনি আরও বলেন, 'মুসা বিভিন্ন টিভি চ্যানেলে একজন অ্যাংকর ও রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এই মুহূর্তে তার পরিবারকে খাওয়ানোর জন্য কোনো আয় নেই। তাই সামান্য উপার্জনের জন্য স্ট্রিট ফুড বিক্রি করছেন।'  

মুসা মোহাম্মাদির এই ঘটনা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। দেশটির বেতার ও টেলিভিশনের মহাপরিচালক আহমাদুল্লাহ ওয়াসিক মুসা মোহাম্মাদির ব্যাপারটি জানতে পেরেছেন। তিনি মুসাকে তার বিভাগে নিয়োগ দেবেন বলে জানিয়েছেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: