• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান: আপত্তি নেই তুরস্কের

প্রকাশিত: ১৭:১৬, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান: আপত্তি নেই তুরস্কের

ছবি: বিবিসি

ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনের ওপর থেকে ভেটো তুলেছে তুরস্ক। ফলে সামরিক জোটটিতে যোগ দিতে আর কোন বাধা রইলো না দেশ দু'টির। আজ জানানো হবে আনুষ্ঠানিক আমন্ত্রণ।

মঙ্গলবার ঘন্টাব্যাপী আলোচনার পর স্পেনের মাদ্রিদে তুরস্ক, ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যে সই হয় একটি যৌথ স্মারক। এতে একে অপরের নিরাপত্তা  সহযোগিতার বিষয়ে একমত হয় দেশ তিনটি। তুরস্কের ভেটো প্রত্যাহারে মাদ্রিদ সম্মেলনের আগে বড় ধরনের অচলাবস্থার নিরসন হলো বলে মত বিশ্লেষকদের। এবারের সম্মেলনে পশ্চিম ইউরোপে রাশিয়ার প্রভাব মোকাবেলায় সেনাসংখ্যা বাড়াতে সম্মিলিত পদক্ষেপ নিতে পারে ৩০ দেশের জোটটি। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিরাপত্তা শঙ্কায় ন্যাটো সদস্য হওয়ার আবেদন জানায় ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার সাথে প্রায় এক হাজার তিনশ' কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশ দুটির এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য স্বাগত জানালেও বিরোধিতা করে তুরস্ক। 

এদিকে, রাশিয়া ন্যাটোর সম্প্রসারণ বিষয়ে বলেছে, এর মাধ্যমে ‘অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি’ করা হবে। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন: