• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কলকাতায় নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি 

প্রকাশিত: ১৮:০২, ২ জুলাই ২০২২

আপডেট: ১৮:০৩, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কলকাতায় নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি 

ছবি: নূপুর শর্মা

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে হাজিরা দিতে বলেছিল কলকাতার দুই থানা। হাজিরা না দিয়ে সময় চেয়েছিলেন তিনি। তাই ‘লুক আউট’ নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। টুইটারে বিষয়টি জানিয়েছে এএনআই। হাজিরা না দিতে আসার কারণ হিসেবে জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের  চার সপ্তাহ সময় চেয়েছিলেন নূপুর। কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। 

নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে দেশের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মহারাষ্ট্র এবং দিল্লিতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর পরেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠানো হয় নূপুরকে। সেই হাজিরাই পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন নূপুর। সূত্র: আনন্দবাজার
 

বিভি/এমআর

মন্তব্য করুন: