• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া

প্রকাশিত: ১৯:১২, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের গ্যাস সরবাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছেন জার্মান সরকারের একজন প্রতিনিধি জানান৷ খবর: ডয়চে ভেলে।

জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস ম্যুলার দেশটির ফুংকে মিডিয়া গ্রুপের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,‘ এমন হতে পারে যে, রাশিয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাসের সরবাহ বন্ধ করে দিতে পারে৷’

তিনি বলেন, ‘রাশিয়া যদি গ্যাস সরবারাহ কমিয়ে দেয় তবে বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে আমদের এবং গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে৷'

উল্লেখ্য, ইউক্রেনে হামলান পর ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে বেশ কযেকটি দেশে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া৷ ধারণা করা হচ্ছে, বিভিন্ন নিষেধাজ্ঞার জবাবেই এমন পদক্ষেপ নেয় দেশটি৷

ম্যুলার ইতিমধ্যেই গ্যাস ব্যবহারের বিষয়ে জার্মানির বাসিন্দাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, বাসা-বাড়ির বাসিন্দাদের সম্ভাব্য এমন পরিস্থিতি ঠেকাতে শীতকাল শুরুর ১২ সপ্তাহ আগে থেকে অর্থাৎ এখন থেকে প্রস্তুতি নিতে হবে৷
 

বিভি/এনএ

মন্তব্য করুন: