• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়া হচ্ছে ইউক্রেনকে

প্রকাশিত: ২২:১১, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়া হচ্ছে ইউক্রেনকে

অস্ত্রসহায়তার আওতায় এবার ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা, রাডারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। খবর আল-জাজিরার।

নতুন এ সহায়তা চলমান যুদ্ধের গতি বদলাতে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহায়ক হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন স্থানীয় সময় শুক্রবার (১ জুলাই) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অর্থ ও অস্ত্রসহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এর আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ৮২ কোটি ডলার। মার্কিন প্রশাসন ইউক্রেনকে দুটি এনএএসএএমএস ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ৪টি রাডার ও ১৫৫ মিলিমিটারের দেড় লাখ রাউন্ড গোলা দেবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে প্রায় ৭০০ কোটি ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র নয়, সামরিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও ইউরোপের দেশগুলো।

বিভি/এনএ

মন্তব্য করুন: