• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

গর্ভপাত বিষয়ে নারীদের সুরক্ষা দেওয়া হবে: বাইডেন

প্রকাশিত: ১৪:৫১, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
গর্ভপাত বিষয়ে নারীদের সুরক্ষা দেওয়া হবে: বাইডেন

ছবি: দ্য গার্ডিয়ান

গর্ভপাত করাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া নারীদের ফেডারেল সরকারের পক্ষ থেকে সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

২৪ জুনের রায়ের ফলে নিজেদের মতো করে গর্ভপাতের পক্ষে বা বিপক্ষে আইন জারি করতে পারবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো। এখন পর্যন্ত ১৩ অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ হলেও মার্কিন গণমাধ্যমগুলোর ধারণা, একই পদক্ষেপ নিতে পারে অন্তত ২৫ রাজ্য। শনিবার এ বিষয়ে বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তার শঙ্কা, গর্ভপাত নিষিদ্ধ অঙ্গরাজ্যের নারীরা এজন্য অন্য রাজ্যে যেতে চাইলে তাদের গ্রেপ্তারের চেষ্টা হতে পারে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ফেডারেল সরকার। একইসঙ্গে নারীরা গর্ভপাত সংক্রান্ত জটিলতায় যেন প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পান সে ব্যবস্থারও প্রতিশ্রুতি দেন বাইডেন। গর্ভপাতের বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে শুরু থেকেই বিরোধিতা জানিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন: