• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন 

প্রকাশিত: ১৫:৪৫, ৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন 

শুক্রবার গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, জাপানের স্থানীয় গণমাধ্যম কিয়োডোর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় শিনজো আবেকে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। তার অবস্থা সংকটাপন্ন ছিল।

জাপানের স্থানীয় গণমাধ্যম এনএইচকের খবর বলছে, এ ঘটনায় পুলিশ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তার নাম তাৎসুইয়া ইয়ামাগামি।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিভি/এনএ

মন্তব্য করুন: