• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শুটিং সেটে হানা, বন্দুক ঠেকিয়ে আট মডেলকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১২:৫৭, ৩০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
শুটিং সেটে হানা, বন্দুক ঠেকিয়ে আট মডেলকে ধর্ষণের অভিযোগ

চলছে শ্যুটিং সেট প্রস্তুতের কাজ। কলাকলুশলীরা সবাই প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎই একদল বন্দুকধারী সেটে হানা দেয়। মাথায় বন্দুক ঠেকিয়ে আট মডেলকে ধর্ষণ করে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামক শহরের।

পুলিশ বলছে, মিউজিক ভিডিওর শুট্যিং এর প্রস্তুতি নিচ্ছিল পুরো ইউনিট। বন্দুকধারীরা আচমকাই সেটে হাজির হয়ে  মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েকজন তরুণীকে ধর্ষণ করে। তাদের বয়স ১৮-৩৫ এর মধ্যে। এমনকি এক তরুণীকে ১০ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অন্য একজনের উপর যৌন অত্যাচার চালিয়েছে আটজন। এমনকি মডেলদের বিবস্ত্র করে তাদের সর্বস্ব লুটও করে নেয় বন্দুকবাজরা। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নয়। প্রাথমিক অনুমানে তারা বলছেন, তারা দেশের বাইরে থেকে খনি উত্তোলনের জন্য এসে থাকতে পারে। 

অপরাধীদের দ্রুত গ্রেফতারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন।


সূত্র: দ্য সাউথ আফ্রিকান, সানডে ওয়ার্ল্ড, 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2