• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাপের ছোবল থেকে ছেলেকে বাঁচাতে মায়ের সাহসী কাণ্ড (ভিডিও)

প্রকাশিত: ১৯:১৯, ১৪ আগস্ট ২০২২

আপডেট: ১৯:২৮, ১৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সাপের ছোবল থেকে ছেলেকে বাঁচাতে মায়ের সাহসী কাণ্ড (ভিডিও)

প্রতিটা সন্তানের জন্য নিরাপত্তার আরেক নাম মা। মায়ের ভালোবাসার পাশাপাশি দায়িত্ববোধও অনেক। নিজ সন্তানকে বাঁচাতে জীবন পর্যন্ত দেওয়ার নজির রয়েছে মায়েদের। এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। সাপের ছোবল থেকে নিজের সন্তানকে বাঁচাতে নিয়েছেন চরম ঝুঁকি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে। সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সম্পূর্ণ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরপরই সাহসী ওই মায়ের প্রশংসা করছেন অনেকে।

ওই ভিডিওতে দেখা গেছে, রাস্তার সাথেই থাকা ঘর থেকে মা-ছেলে একসাথে বাইরে বের হচ্ছিলেন। সেই সময়ই এক পা ফেলে বাইরে বের হতেই সাপের কবলে পড়ে ছেলেটি। সঙ্গে সঙ্গে চরম সাহসিকতায় সন্তানকে সরিয়ে নেন তার মা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কর্নাটকের মন্ড্য নামক এলাকার ওই ঘটনার ভিডিওতে মায়ের সঙ্গে বাচ্চাটিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন। আর তখনই তাকে আক্রমণ করতে যায় বিশাল ওই সাপটি। সঙ্গে সঙ্গেই সেটি চোখে পড়ে যায় মায়ের। ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে সরিয়ে দেন সাপের কবল থেকে।

নিজের কথা চিন্তা না করে ছুটে এসে ছেলেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার ওই ভিডিও পাশেই থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। আর এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

কর্নাটক রাজ্যের মন্ড্য নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ভিডিও দেখে সাপটিকে অনেকে গোখরা সাপ বলেও মন্তব্য করেছেন।

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2